
নাম : মোঃ নজমুল হক সনি
পদবী : মেয়র
ঠিকানা : নওগাঁ পৌরসভা,নওগাঁ

নাম : মোঃ নজমুল হক সনি
পদবী : মেয়র
ঠিকানা : নওগাঁ পৌরসভা,নওগাঁ

প্রশাসন বিভাগ
বিভাগীয় প্রধান t সচিব
নাম |
পদবী |
মোবাইল নং |
মোঃ আনোয়ার কবির |
সচিব, নওগাঁ পৌরসভা, নওগাঁ। |
০১৭১২৩১৫৬৮৭ |
৬। পৌর বাজার শাখা শাখা প্রধানঃ বাজার পরিদর্শক।
নাম |
পদবী |
মোবাইল নং |
মোঃ আতোয়ার রহমান |
বাজার পরিদর্শক(PjwZ) , নওগাঁ পৌরসভা, নওগাঁ। |
০১৭১৮৬৭৪৯২৮ |
(১) পৌরসভার দোকান সমূহের ভাড়া যথাযথ ভাবে আদাযের কার্যক্রম গ্রহণ।
(২) ভাড়া আদায়কৃত অর্থ দৈনন্দিন পৌর তহবিলে জমা নিশ্চিত করনের যথাযথ কার্যক্রম গ্রহণ।
(৩) বাজারের দোকান ঘর বরাদ্দ সংক্রান্ত হিসাবাদি সংরক্ষনের কার্যক্রম গ্রহন।
(৪) হাট-বাজার,ফেরীঘাট,কশাইখানা,খোয়াড় সৌচাগার, জলমহল,টার্মিনাল,প্রভৃতির বাৎসরিক ইজারা বন্দোবস্তের
সকল কার্যক্রম গ্রহন ও সরকারী নীতি মালা মোতাবেক বাস্তবায়নের ব্যবস্থা গ্রহন।
(৫) আদায়কৃত সকল অর্থের হিসাবাদি সংশিষ্ট রেজিষ্টারে সংরক্ষনের কার্যক্রম গ্রহণ।
(৬) দোকানের ভাড়া আদায় সংক্রান্ত বিষয়ে কম্পিউটারাইজড বিল প্রদানের কার্যক্রম গ্রহণ।
(৭)বিবিধ প্রয়োজণীয় অন্যান্য বিষয়ে কার্যক্রম গ্রহণ।
প্রদেয় সেবার বিবরন |
সেবা প্রদান মানদন্ড ও আইন বিধি বিধান সময় |
সহযোগিতার প্রযোজন হলে যোগাযোগ |
দোকানের ভাড়া আদায় ও ইজারা প্রদান |
পৌর মার্কেটের দোকানঘরের বিল কম্পিউটারের মাধ্যমে বের হয়; বিল বের হওয়ার পর আদায়কারীগণ মার্কেটের দোকানঘরের মালিকগনের নিকট গিয়ে বিল পোঁছে দেয় এবং বিলে ব্যাংকের নাম ও নির্ধারিত তারিখ উলেখ থাকে বর্ণিত তারিখে মধ্যে নির্ধারিত ব্যাংকে বিলের টাকা জমা দেওয়া যাবে। ১। মার্কেট নির্মানের জন্য পৌর সভার নিজস্ব জায়গা প্রথমে পৌর পরিষদের অনুমতি ক্রমে মার্কেট নির্মানের সিদ্ধান্ত গৃহিত হয়। ইং ১৯/১০/২০০৩ তারিখের গেজেট মোতাবেক প্রকৌশল বিভাগ হইতে নক্সা ও ডিজাইন প্রস্ত্তত করে মেয়র মহোদয়ের অনুমোদনক্রমে বরাদ্দ কমিটির মাধ্যমে ভাড়া, সালামী ও নির্মান খরচ ধার্য্য করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। মেয়র সাহেবের অনুমোদন অন্তে প্রচারের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি ও নোটিশের মাধ্যমে প্রচার করা হয়। অতপর প্রাপ্ত আবেদন পত্র গুলি বরাদ্দ কমিটিতে উপস্থাপন করিয়া কমিটির সুপারিশ অন্তে মেয়র সাহেবের অনুমোদন অন্তে সালামীর টাকা গ্রহণ করা হয় ও চুক্তিপত্র প্রদান করার পর ঘর হস্তান্তর করা হয়। ২। দোকান ঘরের নাম পরিবর্তনের জন্য ভাড়াটিয়া পজেসান বিক্রয়ের অনুমতি ক্রমে ২য় পক্ষের নিকট পজেশান বিক্রয়ের চুক্তি পত্র করে অফিসে আবেদন করবেন। আবেদনে মুলচুক্তি পত্র, হালনাগাদ ভাড়ার রশীদ,ট্রেড লাইসেন্স হাল নাগাদ এবং 2৫০/- টাকার ননজুটিশিয়াল ষ্টাম্পে লিখে জমাদিতে হবে এবং জমা গ্রহনের পর তদন্ত সমাপ্ত অন্তে ইং ১৯/১০/২০০৩ তারিখের (পাবলিক মার্কেট নীতিমালা )গেজেটের ১০ নং ধারা মোতাবেক ১২বার মাসের সমপরিমান টাকা হস্তান্তর ফি ও ২ (দুই) মাসের সমপরিমান টাকা অনুমতি ফি জমা গ্রহন করে ০৭ দিনের মধ্যে নাম পরির্বতন করে দেওয়া হয়। ৩। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইং ১৭/১২/২০০৭ তারিখের প্রশাসন ২/৫/৩০/২০০৬/১৬৬৭ নং সার্কুলার মোতাবেক হাট বাজার,ঘাট,খোয়াড় পুকুর, বাসটার্মিনাল,সৌচাগার ইত্যাদি বাংলা ১লা বৈশাখ হইতে ৩০ শে চৈত্র পর্যন্ত ১বৎসরের জন্য ইজারা প্রদান করা হয়ে থাকে। ৪। ইজারার নোটিশ প্রদানের পূর্বে সরকারের নীতিমালা মোতাবেক সম্ভাব্য মূল্য পৌর পরিষদ কর্তৃক অনুমোদন অন্তে বহুল প্রচারের জন্য মাইকের দ্বারা প্রচার,বিভিন্ন স্থানীয় সমিতি ও ২টি পত্রিকায় বহুল প্রচারের জন্য ছাপানো হয়ে থাকে। ৫। দরপত্র গুলি দরপত্র বাক্সের মাধ্যমে গ্রহন করা হয় এবং দরপত্র কমিটির সভার সুপারিশের ভিত্তিতে সর্বচ্চোদর দাতাকে ইজারাদার নিযুক্ত করা হয় এবং সার্কৃলার মোতাবেক ৭ (সাত) দিনের মধ্যে সমুদয় টাকা প্ররিশোধ অন্তে আদায়ের দায়িত্ব প্রদান করা হয়ে থাকে। ৬। প্রত্যহ ব্যবসায়ী ও খুচরা বিক্রেতার নিকট হইতে সিডিউল বহিভুত অন্যায় ভাবে বেশী তোলা আদায় করতেছেন কিনা এবং ক্রেতা ও বিক্রেতার উভয়ের নিকট হইতে তোলা আদায় করতেছেন কিনা তা তদন্ত করা হয়। জনসাধারনের জ্ঞাতার্থে তোলা আদায়ের রেট প্রকাশ্য ঝুলাতে হয়। * কার্যক্রমঃ অফিস চলাকালীন সময়ে। স্থানঃ কক্ষ নং -২০৭ |
জনাব মোঃ আতোয়ার রহমান বাজার পরিদর্শক নওগাঁ পৌরসভা, নওগাঁ। মোবাঃ০১৭১৮৬৭৪৯২৮ |