নাম : জেলা পরিষদ পার্ক,নওগাঁ

নাম : জেলা পরিষদ পার্ক,নওগাঁ
যোগাযোগ
ইমেইল:
 naogaon_pourashava@yahoo.com   ফোন:০২৫৮৭৭৪৭৩২০
Naogaon pourasava web portal

www.naogaonpoura.com
জেলা পরিষদ পার্ক,নওগাঁ


জেলা পরিষদ পার্ক ,নওগাঁ


স্থানীয় ভাষ্যমতে বৃটিশ আমলে ১৯২০ সালে নওগাঁ শহরের প্রাণকেন্দ্র নওগাঁ জেলা পরিষদ পার্কটি প্রতিষ্ঠিত হয় । পার্কটি নওগাঁ মৌজার আর এস ৯ নং খতিয়ানে ৮৮১, ৮৮২, ৮৮৩, ৮৮৪, ৮৮৫, ৮৮৬ ও ৮৭ নং দাগে মোট ২.৪৬ একর এরিয়া নিয়ে গঠিত । জেলা পরিষদ, নওগাঁ পার্কের দায়িত্বে রয়েছেন । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন উপ সচিব; যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ নওগাঁর পদে অলংকৃত করে আছেন ।


বিষয়ঃদর্শনীয় পার্কের ভিতরে ১.২০ একর বিশিষ্ট একটি পুকুর রয়েছে। যার চতুর্পার্শ্বে নারিকেল গাছ ও অন্যান্য গাছ রয়েছে। পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। পুকুরটি খুবই গভীর । পার্কের অভ্যন্তরে দুটি রাস্তা পুরুষ ও মহিলাদের হাঁটার জন্য পৃথকভাবে তৈরী করা আছে। পার্কের অভ্যন্তরীণ ২টি রাস্তা আছে। ভিতরের রাস্তা দ্রুত হেটে অতিক্রম করতে ৩ মিনিট এবং বাহিরের রাস্তার অতিক্রম করতে ৪ মিনিট সময় লাগে। বাহিরের রাস্তার দৈর্ঘ্য ৩৪১৫ ফুট। পার্কের ভিতরটি বিভিন্ন ফুলগাছ, পাতাবাহার, হুইপিং দেবদারুসহ অনেক মূল্যবান গাছ সৌন্দর্য্য বর্ধনের জন্য সজ্জিত রয়েছে। পার্কে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অশোক, অর্জূন, মেহগিনি, কাঞ্চন ঝাউ, পান্থপাদপ, হরতকি, বহেরা ও নারিকেলসহ অন্যান্য গাছ রয়েছে। তাছাড়া মৌসূমে রোপিত গোলাপ, গাঁদা, ডালিয়া, সিলভিয়া, রংগন,ভারবেনা, পপি, জিনিয়া, কসমস, কালেনডোলা, এন্টিহামসহ বিভিন্ন প্রজাতির ফুলগাছ চাষ হয়ে থাকে । নওগাঁ শহরের সর্ব¯তরের জনগণ মানসিক ও শারিরিক প্রশান্তির জন্য জেলা পরিষদ, নওগাঁর পার্কটি অত্যন্ত যুগোপুযোগী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ।


পার্কের ভিতরে একটি অফিস কক্ষও রয়েছে। পার্কের দক্ষিণ পূর্ব কোনে একটি ব্যয়ামাগার রয়েছে। মানুষের বসার জন্য ৫ টি ছাতা রয়েছে। তাছাড়া ৪৯ টি বসার সিট রয়েছে। ছোট শিশুদের বিনোদনের জন্য ১৩ টি দোলনা, ৩টি ঢেঁকি ও ১ টি ঝুলন্ত মই ¯হাপন করা (চালু) আছে। জনগণের জন্য ৩টি শৌচাগার রয়েছে। পার্কের দৈনন্দিন সুষ্ঠু ব্যব¯হাপনার জন্য পার্ক সুপারভাইজার ১ জন, মালি ৪ জন ও নৈশ প্রহরী ২ জন নিয়োজিত রয়েছেন। পার্কটি ভোর ৬.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত জনসাধারণের বিনোদন ও চলাচলের জন্য খোলা থাকে ।


পার্কের ভিতরে পূর্ব - উত্তর কোনে একটি পাঠাগার রয়েছে। পাঠাগারে বিভিন্ন ধরনের বই রয়েছে ও নিয়মিত দৈনিক পত্রিকাও রাখা হয়। পাঠাগার দেখাশুনার জন্য একজন লাইব্রেরীয়ান রয়েছে। গ্রীস্মকালীন সময়ে বিকাল ৫.০০ টা থেকে সূর্যাস্ত পর্যন্ত এবং শীতকালীন সময়ে বিকাল ৪.০০ টা থেকে সুর্যাস্ত পর্যন্ত লাইব্রেরী খোলা থাকে।


তথ্যসুত্রঃ বিভিন্ন প্রকাশিত তথ্য হতে সংগ্রহ


নিয়মিত পৌর কর পরিশোধ করুন ।। নিয়মিত পানির বিল পরিশোধ করুন।। আপনার শিশুকে স্কুলে পাঠান।।ট্রাফিক আইন মেনে চলুন||শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করুন।। ড্রেনে আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন।। আবর্জনা ডাষ্টবিনে ফেলুন।। পানির বিল নিয়মিত পরিশোধ করুন।। পানির অপচয় রোধ করুন।। আপনার শিশুকে সঠিক সময়ে টিকা দিন।।জন্ম -মৃত্যু পৌর রেজিষ্টারে (অন-লাইনে লিপিবদ্ধ করে সনদ গ্রহন করুন।।গাছ লাগার পরিবেশ বাচান।।অবকাঠামো নির্মানের পূর্বে পৌরসভার অনুমতি নিন।।যে কোন নির্মান কাজের পূর্বে সরকার কর্তৃক অনুমোদিত মহা পরিকল্পনা (মাষ্টার প্লান)অনুসারে করুন।।যে কোন তথ্য জন্য পৌর ডিজিটাল সেন্টারে যোগাযোগ করুন।। তামাককে না বলুন।