পরিচিতি

নাম : মোঃ নজমুল হক সনি
পদবী : মেয়র
ঠিকানা : নওগাঁ পৌরসভা,নওগাঁ

পরিচিতি

নাম : মোঃ সাজ্জাদ হোসেন
পদবী : নির্বাহী প্রকৌশলী
ঠিকানা : নওগাঁ পৌরসভা,নওগাঁ

যোগাযোগ
ইমেইল:
 naogaon_pourashava@yahoo.com   ফোন: 02587747320
Naogaon pourasava web portal

www.naogaonpoura.com
যান্ত্রিক


প্রকৌশল বিভাগ



বিভাগীয় প্রধানঃ নির্বাহী প্রকৌশলী

নাম

পদবী

মোবাইল নং

জনাব মোঃ সাজ্জাদ হোসেন

নির্বাহী প্রকৌশলী,নওগাঁ পৌরসভা, নওগাঁ।

০১৭১২ ২৯০০০১



৩। যান্ত্রিক শাখা শাখা প্রধানঃ উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

নাম

পদবী

মোবাইল নং

শূন্য

উপসহকারী প্রকৌশলী(নওগাঁ পৌরসভা, নওগাঁ।

-



() পৌরসভার নিজস্ব যানবাহন তথা জীপগাড়ী,গারবেজ ট্রাকটর, রোলারাদি রক্ষনাবেক্ষন ও জনস্বার্থে তার সুষ্ঠু ব্যবহারাদি নিশ্চিত করণ।

2)ষ্টক বুকে যাবতীয় যন্ত্রপাতি সমূহের লিপিবদ্ধ করণ ও রক্ষনা বেক্ষন করণ।



প্রদেয় সেবার বিবরন

সেবা প্রদান মানদন্ড ও আইন বিধি বিধান সময়

সহযোগিতার প্রযোজন হলে যোগাযোগ

রোলার

১। আবেদনকারী সাদা কাগজে/তার লেটার হেড প্যাডে মেয়র বরাবর আবেদন করতে হবে। মেয়র মহোদয় কর্তৃক স্বাক্ষরিত ২০১০ পরে তা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, যান্ত্রিক প্রকৌশলীর মাধ্যমে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তা অনুমোদিত হলে ক্যাশ শাখায় প্রতি দিন (৮ ঘন্টার) জন্য ২০০০/-(দুই হাজার) (পৌরসভার ভিতরে) ২৫০০/- (দুই হাজার পাচশত)টাকা পৌরসভার বাহিরে অগ্রিম জমা দিতে হবে। ২। আবেদনকারী নিজ দায়িত্বে রোড রোলার তার কার্য্যস্থলে নিয়ে যাবে। রোড রোলার চালানোর তেল ও মবিল আবেদনকারী বহন করবে। ৩। ব্যবহারকালীন সময়ে রোলারের কোন যন্ত্রাংশ নষ্ট হলে তা নিজ খরচে মেরামত করবে। ৪। কার্য্যস্থল পৌর এলাকার বাহিরে হলে আবেদনকারীকে রোড রোলার নিজ দায়িত্বে ট্রাকে করে কার্য্যস্থলে নিতে হবে। এ ক্ষেত্রে আবেদনকারীকে ১৫০/- (একশত)টাকার নণজুডিশিয়াল ষ্টাম্পে অঙ্গীকারনামা দিতে হবে এবং জামানত হিসেবে অগ্রিম ১০,০০০/- (দশ হাজার)টাকা জমা দিতে হবে। কার্য্যশেষে রোলার সঠিক অবস্থার পরে ফেরত যোগ্য ৫। কাজ শেষ হলে আবেদনকারী রোলারটি পৌরসভায় বুঝিয়ে দিবে। ৬। রোড রোলার অতিরিক্ত দিনের রোড রোলার ব্যবহার করা হলে তার জন্য নির্দ্ধারিত হারে ভাড়া প্রদান করিতে হবে। () প্রাকৃতিক দূর্যোগ ব্যতীত কোনক্রমে কার্য্যস্থলে রোলার ভাড়া মওকুফ করা যাবে না। () রোলার ব্যবহারের জন্য লকবুক সংরক্ষন করা হয়। সময় সীমা=০১ দিন। রুম নং ঃ১০৩

জনাব মোঃ সাজ্জাদ হোসেন

নির্বাহী প্রকৌশলী

নওগাঁ পৌরসভা, নওগাঁ।

মোবাঃ ০১৭১২ ২৯০০০১









নিয়মিত পৌর কর পরিশোধ করুন ।। নিয়মিত পানির বিল পরিশোধ করুন।। আপনার শিশুকে স্কুলে পাঠান।।ট্রাফিক আইন মেনে চলুন||শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করুন।। ড্রেনে আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন।। আবর্জনা ডাষ্টবিনে ফেলুন।। পানির বিল নিয়মিত পরিশোধ করুন।। পানির অপচয় রোধ করুন।। আপনার শিশুকে সঠিক সময়ে টিকা দিন।।জন্ম -মৃত্যু পৌর রেজিষ্টারে (অন-লাইনে লিপিবদ্ধ করে সনদ গ্রহন করুন।।গাছ লাগার পরিবেশ বাচান।।অবকাঠামো নির্মানের পূর্বে পৌরসভার অনুমতি নিন।।যে কোন নির্মান কাজের পূর্বে সরকার কর্তৃক অনুমোদিত মহা পরিকল্পনা (মাষ্টার প্লান)অনুসারে করুন।।যে কোন তথ্য জন্য পৌর ডিজিটাল সেন্টারে যোগাযোগ করুন।। তামাককে না বলুন।